মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
ময়মনসিংহ, বরিশাল ও ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

ময়মনসিংহ, বরিশাল ও ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

অনলাইন ডেস্ক::
পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফেনী, বরিশাল ও ময়মনসিংহে তিনজন নিহত হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে পৃথক অভিযানে এসব ঘটনা ঘটে। পুলিশ বলছে, ফেনী ও ময়মনসিংহে নিহত দুজন মাদক ব্যবসায়ী। আর বরিশালে নিহত ব্যক্তি ডাকাত। যশোরে গত শুক্রবারই র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন মাদক ব্যবসায়ী নিহত হয়। এর আগের চার দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বড় ধরনের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার না হলেও ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে নিহত হয় ছয়জন। অভিযানে অংশ নেওয়া বাহিনীর একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, মাদক নির্মূলে এখন বন্দুকযুদ্ধকেই ভরসা বলে মনে করা হচ্ছে। গতকাল ঢাকায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি (শূন্য সহনশীলতা) অবলম্বন করেছে।’ ফেনী: মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর এসব অভিযানের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় দুজন নিহত হয়। এর মধ্যে ফেনীর ছাগলনাইয়ায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম আলমগীর হোসেন (৩৫)। নিহত আলমগীর উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম পাঠানগড় গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন। গতকাল গভীর রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক, ৩৭টি গুলি, ১০০ বোতল ফেনসিডিল এবং ১০০০ পিস ইয়াবাবড়ি উদ্ধার করেছে। ছাগলনাইয়া থানার পুলিশ জানায়, গতকাল রাতে পুলিশ উপজেলার পশ্চিম পাঠানগড় গ্রামে একটি মাদকের আস্তানায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্যে করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে আলমগীর হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। আহত আলমগীর হোসেনকে চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান ও দেলোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলেও জানায় পুলিশ।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন নামের একজন নিহত ও দুই পুলিশ কর্মকর্তা আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
নিহত আলমগীর হোসেনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মাদক, অস্ত্র, নাশকতাসহ নয়টি মামলা রয়েছে বলেও জানান ওসি। আলমগীর মাদকের পাশাপাশি অস্ত্র ব্যবসাতেও জড়িত ছিলেন বলে দাবি করেছে পুলিশ। ময়মনসিংহ: কথিত বন্দুকযুদ্ধে আরেক মাদক ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনা ঘটেছে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকায়। গতকাল রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির নাম বিপ্লব। ডিবি পুলিশের দাবি, নিহত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকায়।
পুলিশ জানায়, চরপাড়া এলাকায় মাদকের একটি চালান বিভিন্ন এলাকায় বিক্রির জন্য ভাগাভাগি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া দুইটার দিকে ডিবি পুলিশ সেখানে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নিহত বিপ্লব ও তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে শুরু করেন। পুলিশ পাল্টা গুলি করলে বিপ্লব গুলিবিদ্ধ হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন। ডিবির ওসি আশিকুর রহমান বলেন, বিপ্লবের নামে কমপক্ষে ১০টি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে পর নিহত বিপ্লবের দেহ তল্লাশি করে ২০০ গ্রাম হেরোইন ও ২০০টি ইয়াবা বড়ি পাওয়া গেছে। বরিশাল: বরিশালে ডিবির সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ওই যুবক সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য ছিলেন। গতকাল রাত তিনটার দিকে সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ চর আইচা গ্রামের বটতলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। বরিশাল নগরের কাউনিয়া থানার ওসি নুরুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, কয়েক দিন আগে দক্ষিণ চর আইচা গ্রামে আবদুল হক হাওলাদার নামের এক বাসিন্দার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় কাউনিয়া থানায় একটি মামলা হয়। মামলাটি তদন্ত ডিবি পুলিশ। এর আগেও ওই এলাকায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। এ জন্য ডাকাতির ঘটনা রোধ ও এলাকার লোকজনের নিরাপত্তার জন্য শায়েস্তাবাদ এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়। গতকাল রাত তিনটার দিকে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় গেলে শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ চর আইচা গ্রামের বটতলাবাজার এলাকায় আলো দেখে পুলিশের সন্দেহ হয়। এ সময় তারা কাছাকাছি এগিয়ে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতেরা। এতে পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত সদস্যরা পালিয়ে যায় পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৮। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি রামদা, একটি চাপাতি ও ৮টি গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে ডিবি পুলিশের এসআই দেলোয়ার, কনস্টেবল মো. রফিক ও হাফিজুর রহমান আহত হন বলে জানান ওসি নুরুল ইসলাম। শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আরিফুজ্জামান জানান, ‌নিহত ওই ব্যক্তিকে স্থানীয় কেউ চিনতে পারছেন না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com