বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
জগন্নাথপুরে প্রবাসীদের উদ্যোগে ১৩ শিক্ষা প্রতিষ্ঠানে খন্ডকালীন শিক্ষক প্রদান

জগন্নাথপুরে প্রবাসীদের উদ্যোগে ১৩ শিক্ষা প্রতিষ্ঠানে খন্ডকালীন শিক্ষক প্রদান

স্টাপ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের শিক্ষা ও সমাজ উন্নয়নমুলক সংগঠন মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ,কে এর উদ্যাগে মীরপুর ইউনিয়নের ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে খন্ডকালীন শিক্ষক নিয়োগ, ইউনিয়নের ৪৫জন হতদরিদ্র নারীকে কর্মসংস্থানের জন্য একটি করে সেলাই মেশিন ও দুটি বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ,কে এর সভাপতি মাহবুবুল হক শেরিন এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালম আজাদ এর পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাপ্রু চাই মারমা,মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন,মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালিক,প্রধান শিক্ষক আমির হামজা,সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল ওয়াহিদ,শিক্ষানুরাগী আলাউদ্দিন মাষ্টার, আব্দুল ওদুদ, চাঁদ বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, শিক্ষানুরাগী ইয়াওর মিয়া, লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী,খন্ডকালীন শিক্ষক শিল্পী রানী দাশ,ইউ.পি সদস্য সাহাব উদ্দিন, সমাজকর্মী আব্দুল হান্নান,সাদিকুর রহমান ছাদ,ফয়ছল আহমদ,বাদশা মিয়া,হুমায়ুন আহমদ প্রমুখ  মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ,কে এর সভাপতি মাহবুবুল হক শেরিন জানান, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের নিয়ে ইউনিয়নে শিক্ষা ও সার্বিক উন্নয়নে কাজ করার লক্ষে সংগঠনের যাত্রা শুরু হয়। এবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে ইউনিয়নের ১৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একজন করে খন্ডকালীন শিক্ষকের প্রতি মাসের বেতন( যতদিন শিক্ষক সংকট দুর হবে না) প্রদান করা হবে। ৪৫ জন হতদরিদ্র নারীকে একটি করে সেলাই মেশিন ও দুটি শিক্ষা প্রতিষ্টানে সিলিং ফ্যান প্রদান করা হয়। তিনি বলেন,ইউনিয়ন শিক্ষাসহ সামাজিক কার্যক্রমে সংগঠনের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। জগন্নাথপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রু চাই মারমা বলেন, জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট রয়েছে। প্রবাসীদের উদ্যাগে খন্ডকালীন শিক্ষক প্রদান প্রশংসনীয় উদ্যাগ উল্লেখ করে বলেন, শিক্ষায় অগ্রসরতার সাথে একটি এলাকার উন্নয়ন ও অগ্রগতি নির্ভর করে তাই সরকারের পাশাপাশি প্রবাসীদেও মহতি উদ্যোগ শিক্ষার অগ্রগতিতে বিশেষ ভুমিকা রাখবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com