বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
বিশ্বকাপে ব্রাজিলের রয়েছে এমন ২৮টি বিশ্ব রেকর্ড, যা ভাঙ্গা অসম্ভব

বিশ্বকাপে ব্রাজিলের রয়েছে এমন ২৮টি বিশ্ব রেকর্ড, যা ভাঙ্গা অসম্ভব

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ক্রীড়া ডেস্ক:
বিশ্বকাপে তাদের রেকর্ডেও ছাড়াছড়ি। আর সেই সব রেকর্ডের পরিমান এতটাই বেশি যে অন্যান্য দলের ভক্তদের রীতিমত ঈর্ষার কারন হতে পারে। চলুন দেখে আসি বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের কিছু রেকর্ড। বিশ্বকাপে ব্রাজিলের রয়েছে এই ২৮টি বিশ্ব রেকর্ড-
১. বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন ব্রাজিল। পাঁচটি শিরোপা জিতেছে দলটি।
২. বিশ্বকাপের সবগুলো আসরে অংশ নেয়া একমাত্র দল ব্রাজিল।
৩. বিশ্বকাপে সবচেয়ে বেশি কোয়ার্টার ফাইনাল খেলা দল ব্রাজিল। ১৬ বার কোয়ার্টার ফাইনাল খেলেছে দলটি।
৪. বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল ব্রাজিল। ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুইবার শিরোপা জিতে দলটি। এছাড়াও ইতালিও জিতে টানা দুইবার।
৫. গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ব্রাজিল।
৬. ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে পরের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার রেকর্ডও আছে ব্রাজিলের। ১৯৬৬ বিশ্বকাপে।
৭. তিনটি বিশ্বকাপ জয়ী খেলোয়ার পেলে।
৮. তিনটি ট্রুনামেন্টের ফাইনাল খেলেছেন ব্রাজিলের তিন তারকা। পেলে, কাফু ও রোনালদো।
৯. বিশ্বকাপে সবচেয়ে বেশি বদলি হয়েছে ব্রাজিল তারকা ডেনিলসন। ১১ বার।
১০.বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে কম বয়সী তারকা ছিল পেলে। ১৭ বছর ২৪৯দিন।
১১. বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি তিনটি করে গোল করেছেন- ব্রাজিলিয়ান তারকা ভাভা ( ১৯৫৮ও ১৯৬২), পেলে (১৯৫৮ ও ১৯৭০)।
১২. একাধিক ফাইনালে গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা ভাভা ও পেলে।
১৩. অন্তত একটি করে হলেও সবচেয়ে বেশি ম্যাচে গোল করেছেন রোনালদো। ১১ ম্যাচে গোল করেছেন তিনি।
১৪. টানা ৬ ম্যাচে গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা জর্জিনহো।
১৫. বিশ্বকাপে সবচেয়ে বেশি ৪টি ম্যাচে জোরা গোল করেছেন রোনালদো।
১৬. চারটি বিশ্বকাপেই অন্তত একটি করে গোল করেছেন পেলে।
১৭. সবচেয়ে বেশি বিশ্বকাপে (৩টি বিশ্বকাপ) অন্তত ৩টি করে গোল করেছেন রোনালদো।
১৮. কম বয়সে হ্যাটট্রিক পেলের। ফ্রান্সের বিপক্ষে ১৯৫৮ বিশ্বকাপে ১৭ বছর ৮ মাস বয়সে হ্যাটট্রিক করেন তিনি।
১৯. খেলোয়ার এবং কোচ হিসেবে সবচেয়ে বেশি ফাইনালের রেকর্ড ব্রাজিল তারকা মারিও যাজাল্লোর। ১৯৫৮, ৬২, ৭০ বিশ্বকাপে খেলোয়ার এবং ১৯৭৪ ও ৯৮ এ কোচ ছিলেন।
২০. কোন হার ছাড়া টানা ১৩টি ম্যাচ জয়ের রেকর্ড ব্রাজিলের। প্রথমটি ১৯৫৮ বিশ্বকাপে ব্রাজিল ৩-০ অষ্ট্রিয়া থেকে শুরু করে পরের বিশ্বকাপে ব্রাজিল ২-০ বুলগেরিয়া পর্যন্ত।
২১. টানা সবচেয়ে বেশি ম্যাচে অন্তত একটি করে গোল করার রেকর্ড ব্রাজিলের। ১৮টি ম্যাচ।
২২. বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি গোল ব্রাজিলের। ১৯৫৮ বিশ্বকাপে ৫টি গোল করেছিল তারা।
২৩. দুই দল মিলিয়ে ফাইনালে সবচেয়ে বেশি গোল (৭টি) ১৯৫৮ সালেই । সেবার ব্রাজিল ৫-২ গোলে জিতেছিল সুইডেনের বিপক্ষে।
২৪. দুই দল মিলিয়ে ফাইনালে সবচেয়ে কম গোল ১৯৯৪ সালে। ব্রাজিল ০-০ ইতালি। পেনাল্টিতে ব্রাজিল জিতেছিল।
২৫. ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে তিনটি জয়ের দুটি ব্রাজিলের। তবে তিনটিতেই নাম জড়িয়ে আছে ব্রাজিলের। ব্রাজিল ৫-২ সুইডেন (১৯৫৮), ব্রাজিল ৪-১ ইতালি (১৯৭০), ফ্রান্স ৩-০ ব্রাজিল (১৯৯৮)।
২৬. বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড ব্রাজিলের। ৭০টি।
২৭. এক ট্রুনামেন্টে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড ব্রাজিলের। ২০০২ বিশ্বকাপে সাতটি ম্যাচেই জিতেছিল তারা।
২৮. গোল দেয়া এবং হজম করার মধ্যে সর্বোচ্চ ১৪ গোলের ব্যবধান রেখে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল ২০০২ সালে। একই ব্যবধান রেখে ২০১৪ সালে বিশ্বকাপ জিতেছিল জার্মানী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com