শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সুনামগঞ্জের নতুন মেয়র নাদের বখত

সুনামগঞ্জের নতুন মেয়র নাদের বখত

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:
আয়ূব বখত জগলুলের মৃত্যুতে শূন্য হওয়া সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচিত হয়েছেন তাঁরই ছোট ভাই নাদের বখত। বৃহস্পতিবার অনুষ্ঠিত উপ নির্বাচনে বেসরকারীভাবে নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনিত এই প্রার্থী।
এতে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোবাইল মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গানিউল সালাদিন। তৃতীয় স্থানে রয়েছেন বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী সুজাউর রাজা সুমন। নাদের বখত নৌকা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৩৫২ ভোট। প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী হাসন রাজার প্রপৌত্র দেওয়ান গণিউল সালাদীন মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৪৮৫ ভোট। বিএনপি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী সালাদীনের চাচাতো ভাই দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন ধানের শীষের প্রতীকে পেয়েছেন মাত্র ১ হাজার ৮০৭ ভোট। এদিকে বেসরকারীভাবে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নাদের বখত বিজয়ী হওয়ায় পৌরশহরে আনন্দ-উল্লাস করছেন আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। যদিও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন ও বিএনপি প্রার্থী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন বিকালেই সংবাদ সম্মেলনে করে ব্যালট পেপার ছিনতাই,জোর করে নৌকা প্রতীকে ভোট প্রদান ও কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন। নির্বাচন বর্জনকারী দুই প্রার্থী নিরপেক্ষ সরকার দ্বারা পুনরায় নির্বাচন প্রদানের দাবি জানান। তবে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করে বিজয়ী মেয়র নাদের বখত বলেছেন,নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। অপপ্রচারকারীরা নিশ্চিত পরাজয় জেনে এখন কল্পকাহিনী তৈরি করছে। পৌরবাসী উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকাকে বিজয়ী করেছেন।
জেলা নির্বাচন অফিসার মো.আব্দুল মোতালেব জানান,নির্বাচন ভালই হয়েছে। একজন প্রার্থীর এজেন্ট কিছু অনিয়েমের অভিযোগ করেছেন। তবে সার্বিকভাবে নির্বাচন ভাল হয়েছে। বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখত বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। প্রসঙ্গত.নির্বাচনের মেয়র পদে তিনজন প্রার্থী ছিলেন। আওয়ামী লীগের নাদের বখত। তিনি প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুলের ছোট ভাই। বিএনপির দেওয়ান সাজাউর রাজা চৌধুরী। অন্যজন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন। তাঁর প্রতীক মোবাইল ফোন। গণিউল সালাদীন ও সাজাউর রাজা চৌধুরী দুজনই মরমি কবি হাসন রাজার প্রপৌত্র,সম্পর্কে চাচাতো ভাই। সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুলের মৃত্যুতে শূন্য হওয়া মেয়র পদের উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। হালনাগাদ তালিকা অনুযায়ী পৌর এলাকায় এবার ভোটার ৪২ হাজার ৩২২ জন। এর মধ্যে পুরুষ ২১ হাজার ১৪৯, নারী ২১ হাজার ১৭৩ জন। পৌরসভায় সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর ভোট হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচিত হন আয়ূব বখত জগলুল। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৮৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন। তিনি পেয়েছিলেন ১০ হাজার ৪৮৬ ভোট। তৃতীয়স্থানে ছিলেন বিএনপির প্রার্থী মো.শেরগুল আহমেদ। তিনি পেয়েছিলেন ২ হাজার ৪১৪ ভোট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com