শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় বাংলাদেশের পরিবর্তন এসেছে–প্রতিমন্ত্রী এম এ মান্নান

আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় বাংলাদেশের পরিবর্তন এসেছে–প্রতিমন্ত্রী এম এ মান্নান

স্টাফ ররিপোর্টার,মো.আবু সঈদঃ
শেখ হাসিনার উদ্দ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ। সেই উদ্দ্যোগকে শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এম পি বলেন-বিদ্যুৎ আল্লাহর বড় নিয়ামত। কোন টাকা ছাড়াই আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিচ্ছি। এ সপ্তাহে দক্ষিণ সুনামগঞ্জ শতভাগ ঘোষণা করা হবে। আপনারা সময়মত বিল পরিশোধ করবেন,বিদ্যুৎ অপচয় করবেন না। বিদ্যুৎ মা-বোনদের সবচেয়ে বেশী উপকারে আসে। তিনি বলেন-বাংলাদেশের জনগণের কাছে প্রমাণ হয়েছে আমরা ভাল কাজ করতে পারি। এই সরকারের আমলে সার বীজ ন্যায্য মূল্যে পাওয়া গেছে। আমাদেরকে কাজের সুযোগ দিতে হবে। আমরা বালু পাথরের ব্যবসা করতে ক্ষমতায় আসি নাই। আমরা শেখ হাসিনার হুকুমে আপনাদের সেবার জন্য এসেছি। গ্রামের মানুষের জন্য নেত্রীর মায়া আছে। যে উপকার করে তাকে সম্মান দিতে হবে।শ্রমিকের শ্রমের মূল্য কাজের বিনিময়ে দিতে হয়। আমরা গ্রামের মানুষ,হাওর পাড়ের মানুষ,কৃষকের ছেলে। আগামী নির্বাচনে আমাদের দায়িত্ব শেখ হাসিনাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে আবারও ক্ষমতায় রাখা। তিনি বলেন-আপনাদের গ্রামের দাবি সড়ক,স্কুল ও গার্ড ওয়াল নির্মাণ, ইনশাল্লাহ হবে। মা-বোনদের বলেন-শিশুদের যত্ন নিবেন। শেখ হাসিনা মহিলাদের সম্মান করেন। মহিলাদের কাজ করতে ইসলামের কোন বাঁধা নাই। তিনি নোয়াগাঁও গ্রামে ২টি নলকুপ ও ১০টি টয়লেট দ্রুত নির্মাণের জন্য আশস্ত করেন। তিনি জঙ্গিদের হাত হতে ও দাঙ্গাবাজদের হাত হতে সাবধান থাকতে সতর্ক করেন। শুক্রবার সকাল ১১ ঘটিকায় উপজেলার জয়কলস নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী এর সভাপতিত্বে এবং জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া ও শিক্ষক মহসিন আলম এর যৌথ সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা) আসনে বারবার নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এম পি। তিনি বলেন-হাওরের এপার ওপার আমাদের ঠিকানা। আমরা ডেকার হাওরের উৎসব আনন্দ ও দুঃখ একসাথে ভাগাভাগি করি। ১৯৯৮ সালে সুনামগঞ্জে পল্লী বিদ্যুতের যাত্রা শুরু হয়ে ২০১৮ সালে সুনামগঞ্জে জেলা শতভাগ বিদ্যুতায়িত হবে। ৫৪ টি জেলা ২১ সালের অপেক্ষায় কিন্তু নির্বাচনের আগেই যাতে সুনামগঞ্জ জেলাকে শতভাগ বিদ্যুতায়ন করতে পারি আওয়ামীলীগকে আবারও নির্বাচিত করুন তাহলেই অসমাপ্ত কাজগুলো আরও বেগবান হবে। বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ ১(ধর্মপাশা,তাহিরপুর ও বিশ্বম্ভরপুর) আসনের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এম পি বলেন-বিদ্যুৎ আইতেছে,মালিক হইতেছেন। যথাযথ ব্যবহার করবেন। শ্রমিকের মজুরী দেওয়া পবিত্র আমানত। আগামীতে ভোট দিয়ে একজন সজ্জন ব্যক্তি হিসেবে আপনাদের শুকরিয়া আদায় করবেন। আমি বিশ্বাস করি আপনাদের স্কুল ও প্রোডাকশন ওয়াল হবে। আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ,পল্লী বিদ্যৎ সুনামগঞ্জ এর জেনারেল ম্যানেজার অকিল কুমার সাহা,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশীদ,উপজেলা,আওয়ামীলীগের সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম,সাধারণ সম্পাদক আতাউর রহমান,পল্লী বিদ্যুৎ এর এলাকা পরিচালক ফরিদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জয়কলস ইউ পি চেয়ারম্যান মো.মাসুদ মিয়া। এ সময় আরও উপস্হিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী,জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহুর,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাচিত সুজন,জেলা কৃষকলীগের সদস্য জাহাঙ্গীর আলম,উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজা মিয়া,জুবেল আহমদ,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন,এডভোকেট বশির আহমদ,প্রতিমন্তী এম এ মান্নানের ব্যক্তিগত রাজনৈতিক সহকারি জুয়েল মিয়া,যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর আলম,নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহআলম,সহকারি শিক্ষিকা ফরিদা বেগম,সুজিনা বেগম,আছমা বেগম,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছাদ্দক আলী,কোষাধ্যক্ষ মুজিবুর রহমান,সদস্য আব্দুল জলিল,আলমগীর সহ ছাত্র/ছাত্রীবৃন্দ,অভিভাবকবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের লোকজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com