বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
বর্তমান সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করেছে– প্রতিমন্ত্রী এম এ মান্নান

বর্তমান সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করেছে– প্রতিমন্ত্রী এম এ মান্নান

নিজস্ব প্রতিবেদক:অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান আওয়ামীলীগ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করেছে। সরকার সারাদেশে ব্যপক উন্নয়ন কার্যক্রম চালিয়ে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করেছে। বহিবিশ্ব এখন বাংলাদেশকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে মর্যাদা দেয়। এই মর্যাদা ধরে রেখে গ্রাম বাংলার মানুষের জীবনমান উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিকল্প নেই। তাই আগামীতে আবারও নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, বর্তমান সরকার গ্রামীন জনপথের সাধারণ মানুষের জীবনযাত্রার মানন্নোয়নসহ সারাদেশে ব্যপক উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় এলে অসমাপ্ত উন্নয়নগুলো সমাপ্ত করা হবে। তিনি রানীগঞ্জ সেতু, সুনামগঞ্জে মেডিকেল কলেজ, টেক্সটাইল ইনষ্ট্রিটিউটসহ অনেক বড় বড় উন্নয়ণ প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরে বলেন শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় আর অন্যরা ক্ষমতায় থাকলে উন্নয়নের নামে লুটপাট হয়। তিনি বলেন জঙ্গীবাদ নির্মুলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই। অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি টাকা ব্যয়ে ৫তলা ভবনের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এক কোটি টাকা ব্যয়ে ৫ তলা নতুন স্কুলভবন নির্মাণ করা হচ্ছে। জগন্নাথপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত জনসভায় সমাজসেবী আব্দুর রহিম এর সভাপতিত্বে উত্তর জগন্নাথপুর স্কুল অভিভাবক কমিটির সভাপতি সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও সাংবাদিক অমিত দেব এর যৌথ পরিচালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। কোরআন তিলাওয়াত ও ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাত করেন জগন্নাথপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মালিক। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, ভারপ্রাপ্ত পৌর মেয়র সফিকুল হক,কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সভাপতি সাংবাদিক সানোয়ার হাসান সুনু,গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি নুরুল হক, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার রায়, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, সাংবাদিক সিরাজুল ইসলাম লাল, প্রবীণ মুরব্বী ছুরাব উল্যাহ, আইনজীবি আমিরুল ইসলাম এনাম, উপজেলা ছাত্রলীগ প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয় প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি উপজেলা আওয়ামীলীগের সদস্য নুরুল হক প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে নৌকা উপহার দেন।
স্বাগত বক্তব্যে উত্তর জগন্নাথপুর পরিচালনা কমিটির অভিভাবক সভাপতি সাংবাদিক সানোয়ার হাসান সুনু স্কুল ভবন নির্মাণে মন্ত্রী এম এ মান্নানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জগন্নাথপুর গ্রামের তিলোনার খেলার মাঠ ভরাট, কবরস্থানে মাঠি ভরাট, শশ্মানঘাটের সড়কে বক্সকালভার্ট নির্মাণ, নলুজুর নদীতে সেতু নির্মাণসহ বিভিন্ন উন্নয়মুলক দাবি তুলে ধরেন। দাবীর প্রেক্ষিতে মন্ত্রী এম.এ মান্নান দ্রুত সময়ের মধ্যে এগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। স্কুল অভিভাবক কমিটির সভাপতি সাংবাদিক সানোয়ার হাসান সুনু উক্ত স্কুলের মূল উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী জিল্লুর রহমান জিলুর অবদানের কথা কৃতজ্ঞতার সাথে তুলে ধরেন। তিনি ভূমি দাতা মরহুম তাজ উদ্দিন,লিলা মিয়া, বাহার আলী,তালেব আলী ও স্কুল প্রতিষ্ঠায় গুরুত্বপুর্ণ অবদানকারী মরহুম ফজলুর রহমান কাচা,মরহুম আতর আলী, মরহুম আছদ্দর আলীসহ স্কুল প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন মহান আল্লাহপাকের নিকট তাদের আত্মার মাগফেরাত কামনা করে শ্রদ্ধার সাথে স্মরন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com