বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
জাফর ইকবালের উপর হামলাকারীদের দমন করতে হবে -এমএ মান্নান

জাফর ইকবালের উপর হামলাকারীদের দমন করতে হবে -এমএ মান্নান

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম, এ মান্নান বলেছেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতির যাত্রা অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনার সরকার প্রয়োজন। খালেদা জিয়া বাংলাদেশকে সন্ত্রাসের চারণভূমিতে পরিণত করেছিলো। বাংলাদেশকে বর্তমানেও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে খালেদা জিয়া ও তার দোসররা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। জনগণকে সজাগ দৃষ্টি রেখে এসব চক্রান্ত প্রতিহত করতে হবে।’
মন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকায় দেশে উন্নয়নের অগ্রযাত্রা চলছে। এসব উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকারের বিকল্প নেই।’
তিনি বলেন, একটি মহল দেশের ভাবমুর্তি নস্যাৎ করতে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। ওই চক্র দেশের বরেণ্য শিক্ষাবিদ ড, জাফর ইকবালের ওপর হামলা চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। ফয়জুরের মতো তরুণদের বিপথগামী করে দেশের শান্ত পারিবেশকে নষ্ট করছে। তাদেরকে কঠোরভাবে দমন করতে জনগনণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এমএ মান্নান উপরোক্ত কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম,আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত রায়, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, তথ্য ও গবেষণা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান,সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল আহাদ সেক্রেটারী ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, ভারপ্রাপ্ত পৌর মেয়র সফিকুল হক, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফখরুল হোসেন, সেক্রেটারী দ্বীপক কান্তি দে দীপাল, পাটলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপিতি জমশেদ মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ প্রমুখ।
পরে মন্ত্রী ভবেরবাজার আলজান্নাত মাদ্রাসার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
এদিকে স্থানীয় সংসদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম, এ মান্নান বলেছেন, জ্ঞান-বিজ্ঞান চর্চায় ইসলামে সমর্থন রয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের এদেশে স্থান হবে না। এরা ধর্মের নামে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়ে পবিত্র ইসলাম ধর্মকে কলষিত করছে। বর্তমান সরকার এদের নির্মূলে কাজ করছে।
বুধবার বেলা ১১টায় জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই জামেয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমদ, আকমল হোসেন, রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, ইকড়ছই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছামির উদ্দিন, জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাষ্টের সাবেক চেয়ারম্যান এস, আই আজাদ আলী, অধ্যক্ষ সৈয়দ রেজোয়ান আহমদ, মঈনুল ইসলাম পারভেজ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ডা: আব্দুল আহাদ, ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ। পরে প্রতিমন্ত্রী একটি ম্যাগাজিনের স্মারক উম্মোচণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com