শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সুনামগঞ্জ আদালতে নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে জেলা আইনজীবীদের মানববন্ধন

সুনামগঞ্জ আদালতে নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে জেলা আইনজীবীদের মানববন্ধন

মোঃ শহীদ মিয়া- সুনামগঞ্জ :সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কার্যালয়ের সহায়ক কর্মকর্তা ও কর্মচারী পদে নিয়োগে বিচারকদের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শহরে মানববন্ধন- বিক্ষোভ ও গণসাক্ষর কর্মসূচী পালন করেছেন জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে
আমরা সুনামগঞ্জবাসীর ব্যানারে’ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া প্রার্থী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি- পেশার লোকজন এই মানববন্ধনে একাত্মতা পোষণ করেন। অ্যাড.এনাম আহমদের সঞ্চলনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সিনিয়র ও আইনজীবী বজলুল মজিদ চৌধুরী খসরু, জেলা মুক্তিযোদ্ধা সংসদেও সাবেক কমান্ডার নুরুল মুমিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি
অ্যাড. রবিউল লেইস রুকেস, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড.সালেহ আহমেদ, অ্যাড. স্বপন কুমার দাস রায়,অ্যাড. বজলুর রশীদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন- ‘জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কার্যালয়ের সহায়ক কর্মকর্তা ও কর্মচারী পদে নিয়োগে কোন প্রশ্নপত্র বা
সীট প্ল্যান ছিলো না। জুডিসিয়াল বিচারকরা নিজেদের আত্মীয়-স্বজন ও নিজ জেলার প্রার্থীদেরকে নিয়োগ দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে নীতিমালা লঙ্ঘন করেছেন। সুনামগঞ্জ জেলার প্রার্থীদের বাদ দিয়ে দুর্নীতির মাধ্যমে এই নিয়োগ দেয়া হয়েছে।’ বক্তারা আরও বলেন-‘চাকুরী পাওয়া ৩৩ জনের মধ্যে ২২ জনই বিচারকদের নিজ এলাকার। অথচ জেলা কোটা, মুক্তিযোদ্ধা কোটাকে গুরুত্ব না দিয়ে নিজেদের আত্মীয়দের নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে এই নিয়োগ বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের মাধ্যমে প্রকৃত মেধাবীদের নিয়োগ প্রদানের পাশাপাশি এ ঘটনার সুষ্ট বিচার করতে হবে। অন্যতায় কঠোর আন্দোলন কর্মসুচি ঘোষণা করা হবে। এই ঘটনায় আদালতে মামলা করার ঘোষনাও দেন বক্তারা। মানববন্ধন শেষে আইনজীবীরা আদালত চত্ত্বরে বিক্ষোভ ও গনস্বাক্ষর কর্মসুচি পালন করেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com