শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:২১ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
জগন্নাথপুরে উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে পারছেন না মৎস্যজীবিরা

জগন্নাথপুরে উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে পারছেন না মৎস্যজীবিরা

নিজস্ব প্রতিবেদক:সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দিঘলবাক এলাকায় উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে পারছেন না প্রকৃত মৎস্যজীবিরা। একটি প্রভাবশালী মহল জোরপূর্বক মৎস্যজীবিদেরকে মাছ ধরতে বাধা দিয়ে নিজেরা মাছ ধরে বিক্রি করে ফায়দা লুটছে। প্রতিকার চেয়ে মৎস্যজীবিরা জগন্নাথপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেও কোন কাজ হচ্ছে না। জগন্নাথপুরের ইউএনও’র বরাবরে দায়েরকৃত মৎস্যজীবিদের লিখিত অভিযোগে জানা যায়, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি, পাইলগাঁও ইউনিয়নে অবস্থিত কাঞ্চা বিবিয়ানা গুলমা মরণকালী ও কুশিয়ারা জলমহালটি উন্মুক্ত জলাশয় হিসেবে প্রকৃত মৎস্যজীবিদের মৎস্য আরোহনের কথা। কিন্তুু দিঘলবাক গ্রামের মুজিব উদ্দিন উন্মুক্ত জলমহালটি দখল করে মৌলভীবাজার জেলার দাউদপুর গ্রামের আওলাদ আলীসহ ৫ জন মৎস্যজীবি (জেলেদের নিকট ২০ লাখ টাকায় মাছ ধরার জন্য বিক্রি করে দেন। এখন আমরা প্রকৃত মৎস্যজীবিরা মাছ ধরতে গেলে প্রভাবশালী মুজিব উদ্দিন এতে বাধা প্রদান করেন। দিঘলবাক গ্রামের মৎস্যজীবি আলী আহমদ জানান,উন্মুক্ত জলাশায়ে নদীর তীরবর্তী মৎস্যজীবি হিসেবে আমাদের মাছ ধরে জীবিকা নির্বাহের কথা থাকলেও প্রভাবশালী একটি মহলের কারণে আমরা জাল ফেলতে পারছি না। এঅবস্থায় আমরা কষ্টে দিনযাপন করছি। তিনি বলেন, ৩০ জন মৎস্যজীবি সাক্ষরিত একটি আবেদন জগন্নাথপুরের ইউএনও ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে দাখিল করে প্রতিকার চাইলেও কোন সু-বিচার পাচ্ছি না।
অভিযুক্ত মুজিব উদ্দিন তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা এলাকার মৎস্যজীবিদের অধিকার রক্ষায় প্রশাসনে আবেদন করে জলমহালটি এবার উন্মুক্ত রেখেছি। স্থানীয় এলাকাবাসী মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। যারা অভিযোগ করছেন তারা বিগতদিনে টোকেন ফি দিয়ে মাছ ধরতেন। এবার সুবিধা না পেয়ে মিথ্যা অভিযোগ করছেন।
জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, প্রকৃত মৎস্যজীবিরা যাতে মাছ ধরতে পারেন এবিষয়ে থানাকে সহযোগীতা করতে বলেছি। জগন্নাথপুর থানার ওসি হারুণ রশিদ চৌধুরী বলেন, ওই জলমহালে যারা মাছ ধরতে পারছেন না তারাও প্রকৃত মৎস্যজীবি নয়। যারা ধরছেন তারাও সিন্ডিকেটের মাধ্যমে মাছ ধরছেন। আমরা শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com